Skip to main content

Featured

আমাদের সমাজ এখনো মেয়েদের চরিত্র বা গুণাবলির চেয়ে তার বাবার সম্পদ দিয়েই বিচার করে বেশি।

পৃথিবীতে অনেক নিয়ম  আমরা মানুষরা তৈরী করি আবার আমরাই সেই নিময়কে ভঙ্গে অন্য নিয়ম তৈরী করি।  আমাদের আসে পাশে ও আমাদের সমাজেরগুলোতে হাজার টা মিথ্যা কথা ও রসিকতা থাকতে ও এটা রসিকতাকে সব সময় সত্য মনে করতে হয় সেটা হলে মেয়েদেরকে বিয়ে দিলে বা দেওয়ার সময় যা কিছু চাই তা তা ছেলের বাড়িতে দিয়ে দেওয়া, আর যদি কোনো কারণ বা টাকা না থাকার কারণ এ দিতে না পারে সেই তখন থেকেই শুধু হয় ওই মেয়ের অশান্তি আর অবেহেলা.., ভালো কিছু করলে ও খারাপ আর খারাপ কিছু হলে তো আর কোনো কথাই নাই প্রতিনিয়ত জগড়া আর ঝাডি লেগেই থাকে। এককথায় বলাই যাই যে মেয়ের বাবা মানে হতে হবে ধনী.আমাদের পাশের একটা পরিবারের কথায় আসি তাঁদের আছে ২ছেলে একজন নিজের পছন্দ মতো বিয়ের করছেন অপরজনকে অনেক বছর পরে মা-বাবা পছন্দ করে বিয়ে করিয়েছেন, এখানে এতোটুকুই তফাৎ যে যে যাকে মা বাবা পছন্দ করে করিয়েছেন ওই মেয়ের পরিবার থেকে সবকিছুই দিয়ে দেওয়া হয়েছে আর প্রথম বউয়ের পরিবার থেকে যেহেতু তেমন কিছু দেওয়া হয়নি তাই বড় বউয়ের কোন কদর নেই, আজ ছোট বউ অনেক ভালো..  এমন হাজারো মেয়ে আছে যাদের পরিবার মেয়েকে বিয়ে দেওয়ার সময় অনেক কিছু দিয়ে দিতে না পা...

হেরে যাবে তাদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা ❤️

 


হেরে যাবে তাদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা ---প্ৰিয় হুজুরের বক্তব্য। 

আমাদের সমাজের বর্তমানে আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারী।

 তিনি তার জ্ঞান ও জ্ঞানের চর্চার মাধ্যমে খুব অল্প সময়ের  মধ্যে দিয়ে সব শ্রেণি-পেশার বেশির ভাগ মানুষের  অন্তরে জায়গা করে নিয়েছেন, এবং মানুষের কাছে অধিক পরিমানের গ্রহণযোগ্য হয়ে উঠেছেন, বিশেষ করে  ওনার স্পষ্ট ভাষা ও সুমধুর কণ্ঠ এবং ইংরেজিতে ভালো জ্ঞান ও পারদর্শিতা হওয়ার কারণে বাংলাদেশ ছাড়া ও অন্যান্য দেশে ও ওনারা সম্মান ও ক্ষেতি রয়েছে, এবং তরুণ ও যুবকদের অন্তেরের অনতুস্তুলে জায়গা করে নিয়েতে পেরেছেন  খুব দ্রুতই, এবং অনেক যুবক তার ওয়াজের মাধ্যমে দ্বীনকে খুঁজে পেয়েছে,তার হাতে  ইসলাম গ্রহন করেছেন।


সম্প্রতি, সিলেট কানাইঘাটের মুকিগঞ্জ বাজার জামেয়া মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে আজহারীকে প্রধান অতিথি করার খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে প্রশাসন কানাইঘাটে আজহারীর আগমন স্থগিত করে দেয়।

সিলেটে ওয়াজ নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পর রাতে ফেনীতে বিশাল মাহফিলে বক্তব্য রাখেন মিজানুর রহমান আজহারী। সেখানে তিনি বক্তব্যের শুরুতেই ওয়াজ নিষিদ্ধকারীদের উদ্দেশে কথা বলেন।


(""মিজানুর রহমান আজহারী বলেন, ‘আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করব। হেরে যাবে ওদের হিংসা আর ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা।"") 

আমাদের ভালোবাসাকে হারিয়ে দেয়ার মতো শক্তি পৃথিবীতে  কারো নেই।’

তিনি বলেন, কোরআন-সুন্নাহ যেখানে আছে, আমরা আছি সেখানে। ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। এই গণজোয়ার কোরআনের পক্ষের গণজোয়ার। এই গণজোয়ার ইসলামের পক্ষের গণজোয়ার।

এ সময় তিনি আরও বলেন, যারা কোরআনের মাহফিলকে বানচাল করতে চায়, তারা বোঝে নাই। না বুঝেই তারা এগুলো করেছে। আমরা তাদের জন্য দোয়া করি। কারণ আমাদের হৃদয়ে তাদের জন্যও ভালোবাসা আছে।’

 আসলেই আমরা মানুষেরা অনেক সময় সহজে দামি জিনিস পেয়ে গেলে মূল্য দিতে জানিনা, আবার অনেকে ইচ্ছা করে বা প্রতি হিংসার কারণে ও মূল্য দিতে চাইনা, তাঁদের এই কথাটা মনে রাখ আল্লাহ তাঁয়ালা যাকে সম্মানিত করতে চান পূরা পৃথিবীর সকলে চাইলে ও তাকে কখনো অসম্মানিত করতে পারবেননা।

মানুষ চাইলে নিজেদের ভালোবাসা দিয়ে পূরা পৃথিবীকে ভরপুর দিয়ে জয় করে নিতে, আবার সেই মানুষই যদি চাই পুরা পৃথিবীকে ক্ষয় করতে পারে তাদের মনের  হিংসা দ্বারা,

তাই হিংসা নয়... ভালোবাসা দিয়েই আমাদের সকলকে এগাতে হবে,  তাইলেই সমাজ ও মানুষের ভিতরের উন্নতির আশা করা যাবে।            সমাজের উন্নতি মানে শুধু আর্থিকভাবে স্বচ্ছল না বরং মনের দিকের উন্নতি হলো প্রথম সূত্র।ঠিক যেভাবে অট্টালিকা মানুষকে সুখী রাখতে পারে না যদি অট্টালিকার ভিতরের মানুষ গুলো মনের দিক থেকে ভালো না হয়।



Comments