Featured
- Get link
- X
- Other Apps
মৃত্যু তো সকলের জন্যই নির্ধারিত এই বিষয়ে যেমন কোনো সন্দেহ নেয় তেমন মৃত্যুর আশার আগেই পরিবারকে কিছু বিষয় সম্পর্কে আদেশ দেওয়া..!
মৃ'ত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেনঃ–
** প্রথম এ আমার মৃ'ত্যুর সংবাদ শুনলে "ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন" পড়বেন।
** আমার মৃ'ত্যুকে অকাল মৃ'ত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিযিক ভোগ করে ফেলেছি।
** আমাকে নিয়ে বিলাপ মাতম করবেন না, জোরে জোরে কান্নাকাটি করবেন না, কারণ এটা সুন্নাহ্ বিরোধী এবং রাসুল (সাঃ) কতৃক নিষিদ্ধ কাজ।
** আমার মৃ'ত্যুতে চল্লিশা, কুল-খানি, মিলাদ করবেন না, কারণ এটা স্পষ্ট বিদ'আত।
** যাদের কাছে আমার মৃ'ত্যুর খবর যাবে তারা যেনো অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করে সেটার সুযোগ করে দিবে।
** আমার লা'শ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না।
** আমার লা'শকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবেন।
** লা'শ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন, সমাজের নয়।
** আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানে-ই থাকবেন, আর পড়বেন-আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু"। আমার কবরের আজা'ব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি, সেই দোয়া করবেন,"আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ইমান"।
** আমার হয়ে দান-সাদাকা করবেন, আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিবেন, সে গুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।
** আমার মৃ'ত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন যে, আপনারও আপনাদের সময়ও অতি নিকটে।
~~{আর মা-বাবাদের উচিত মৃত্যুর আগে অর্থাৎ ছেলে মেয়েরা উপজেক্ত হলে বিয়ে শাদি দিয়ে দেওয়া আর তাঁদের হোক তাদেরকে বুঝি দেওয়া ও এই কথা উপদেশ দেওয়া যে আমার মৃত্যুর পরে ও ভাইকে তার বোনের প্রতি ও বোনকে তার ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ঠিক রাখা।~~}
** আমার মৃত্যুর পরে আমার ছবি কোথাও দিবেন না, আমার আইডি বা অন্য কারো কাছে আমার ছবি থাকলে তা ডিলিট করে দিবেন, বাসায় আমার ছবি থাকলে তা ফেলে দিবেন এবং দেয়ালে ঝুলিয়ে রাখবেন না।
** আমার মৃত্যুর পরে আমার আত্মীয়দের হকের প্রতি খেয়াল রাখবে, যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য করার চেষ্টা করবে।
** আমার জন্য সব সময় সদকা ও দোয়া করবে।
** আমার পরিবার সকালে যেনো সৎ ভাবে তাদের রিজিকের ব্যবস্থা করে এ ব্যাপারে ছেলে মেয়ে সকলকে নিজ দায়িত্ব খেয়াল রাখতে বলবেন ও তাদেরকে ও অচিয়ত করে যাবেন তাদের সন্তানদেরকে এই শিক্ষা দিতে।
** প্রতিটা মানুষের উচিৎ দুনিয়াতে বেঁচে থাকতে সকল গরিব মানুষের প্রতি সদয় হওয়া ও পরিবারকে আদেশ দেওয়া তারা ও যেনো গরিবদের প্রতি তার মৃত্যুর পরে ও এমন ব্যবহার করে, তিনি জীবিত অবস্থাই যেমন করতেন।
** আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন, না পারলে আমার জন্য সাদকায়ে জারিয়া করবেন, তাও না পারলে আজীবন আমার জন্য দু'আ করবেন, আমি ক্ষমা করে দিবো ইংশা-আল্লাহ।
** আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থাতেই আমার কাছে চেয়ে নিবেন, আর যদি ম'রে যাই পরিবারের কাছে চাইবেন (পরিবারের লোকেদের বলবো আপনারা তাদের পাওনা দয়া করে দিয়ে দিবেন)। আর পরিবার না দিলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন, এতে আল্লাহও আপনাকে ক্ষমা করবেন।
** আমার জন্য বেশি বেশি দুআ করবেন, আমার নামে গী'বত করবেন না, কারণ আমি আমার নির্ধারিত স্থানে পৌঁছে গিয়েছি আমার ভুলক্রুটি ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন সকালে।
মহান আল্লাহর কাছে এইটাই চাওয়া কোনো পথভ্রষ্ট লোকের নেয় যেন মৃত্যু না হয়, কোন নাস্তিকের মতো যেনো মৃত্যু না হয়. আপনার পছন্দ না এমন কোন কাজের মধ্যে যেন মৃত্যু না হয় যেন কালীমা মুখে নিয়ে কোন শহীদি মৃত্যুবরণ করার মত মৃত্যুবরণ হয় !
আল্লাহ যেন আমাদের সকলকে ইমানের সহিত কা'লিমা উচ্চারণের মাধ্যমে শ'হী'দি মৃ'ত্যু দান করেন।
আমীন.....,
সুম্মা আমীন..।
- Get link
- X
- Other Apps
Popular Posts
- Get link
- X
- Other Apps
চাঁদ রাতের গুরুত্ব ও তার গুনাগুন সম্পর্কে আলোচনা।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment