Skip to main content

Featured

ভিড় নয়, মানুষ এর মূল্য মানুষ এর সম্পর্কে তাই অল্প হোক কিন্তু প্রকৃত মানুষ হোক তারা।

এখন সমাজের বেশিরভাগ পরিবারগুলোকে আমার পরিবার বলে মনে হয় না,সুস্থ পরিবার ৮০%আছে কিনা সেটাই সন্দেহ। মনে হয় যেন সবার শুধু পরিবার বৃদ্বি হচ্ছে আত্মীয় না। কারণ অনেক পরিবারের ভিডে আত্মীয়স্বজন গুলো শুধু সংখ্যার হিসেব করতে গেলে অনেক বলে মনে হচ্ছে কিন্তু মন ও হৃদয়ের দিক থেকে একেবারে মায়া ও ভালোবাসা নাই বললেই হয়। মনের দুঃখ বলার মত কোন আপনজনই কারো হয় না, আপনজন হয় শুধু তাদের প্রয়োজনে, স্বার্থ ছাড়া কেউ একটা চকলেটও খাওয়াইতে চায় না, বিপদে পাশে দাঁড়ানোর মত কোন আত্মীয় থাকে না, এমনকি আপনি নিজেও যদি তাদেরকে নিঃস্বার্থভাবে করে থাকেন তবুও অনেক সময় আপনার বিপদে তাদেরকে পাবেন না। আপনার চারপাশে এত মানুষ, এত এতো পরিচিত মুখ, এত স্বজন ও আপজন.  তাও আপনার বিপদে যদি কিছু প্রয়োজন হয় তাহলে সেটা পাবেন ও পরিচিতদের থেকে অর্থাৎ যারা আপনার সম্পর্কিত কোন আত্মীয়-স্বজন না।  অথচ আত্মীয়-স্বজনের সম্পর্কটা হওয়ার কথা ছিল এমন যে, আপনার বিপদে তাদেরকে পাশে পাওয়া, আপনার কষ্টে তারা কষ্ট, আপনার জীবনটা সহজ করার জন্য তাদের সহায়তা পাওয়া। অথচ এমন পরিবারগুলো এখন দেখাই যায় না খুব অল্প সল্প ছাড়া.., মানুষ মানুষের সাথে...

যে সমস্ত বিষয় সময় থাকতেই স্মরণ করা উচিত..!

 একদিন ঠিকই আফসোস করব! 




**ঘুমের চেয়ে নামাজ উত্তম জেনেও আমি ফজরে ঘুমিয়ে ছিলাম। 


**  কুরআন তিলাওয়াতে অন্তরে প্রশান্তি আসে, তারপরও আমি কুরআন ত্যাগ করেছিলাম। 


** আল্লাহর যিকির আমার সারাদিনের কাজেকর্মে বরকত আনে জেনেও, অলসতা করে যিকির ছেড়েছি। 


** ইস্তেগফারে আমার রিযিক বৃদ্ধি জেনেও, গাফেল থেকেছি। 


** তাহাজ্জুদ আমার জন্য শান্তি, শৃঙ্খলা, সুস্থিরতাসহ আরো অসংখ্য উপকারিতা নিয়ে আসে জেনেও, আমি এমন মহার্ঘ তাহাজ্জুদও আমি হেলাভরে ছেড়ে দিয়ে ঘুমিয়েছি। 


** তাওবার দরজা সদা-সর্বদা উন্মুক্ত, আমি আজ করছি, কাল করছি করে শুধু পিছিয়েছি। 


** গু'না'হে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গু'না'হ ত্যাগ করলে, আল্লাহ আমার বিপদ দুর করে দিতেন। আমার দুশ্চিন্তা লাঘব করতেন। এটা জেনেও আমি গু'না'হে অনঢ় থেকেছি। গু'না'হে লিপ্ত থেকেছি। 


** যে কোনো ভালো কাজ করলেই আমি জান্নাতের আরেকটু কাছে চলে যেতাম। জা'হা'ন্না'ম থেকে দূরে সরে আসতাম। এটা জেনেও আমি উদাসীন থেকেছি। 

** ভাই বোনের সম্পদ ভোগ করছি জানি- এটার জন্য শাস্তি ভোগ করতে হবে এটা  না করেও চলতে পারি  তা ও আমরা বোনের হোক নষ্ট করছি।

** অনেক কথাই মা বাবা বা বড়জনরা যা বলে চাইলেই আমরা তা মানতে পারি কিন্তু ইচ্ছা করে মানি না, আর এই না মানার কারণেই আমরা আমাদের পাপের বোঝা ভারি করছি।

** সরাসরি আমরা জেনা না করলেও চোখের জেনা হাতের জানা কানে চেনা অন্তরের জেনা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, তাইলে এগুলো থেকেও আমরা মুক্তি পেতে পারি কিন্তু আমরা নিজেদেরকে এগুলোর মাঝে উন্মুক্ত করে দিয়েছে,


একদিন ঠিকই আফসোস করবো  কিন্তু সেদিন এই আফসোসেসে আমাদের কোন কাজে আসবে না।

 সময় ফুরিয়ে গেলে কলমের কালি শুকিয়ে গেলে এসব কথা বা চিন্তার কোন মূল্য থাকেনা তাই সময় থাকতে চিন্তা করতে হবে 

Comments