Skip to main content

Featured

ভিড় নয়, মানুষ এর মূল্য মানুষ এর সম্পর্কে তাই অল্প হোক কিন্তু প্রকৃত মানুষ হোক তারা।

এখন সমাজের বেশিরভাগ পরিবারগুলোকে আমার পরিবার বলে মনে হয় না,সুস্থ পরিবার ৮০%আছে কিনা সেটাই সন্দেহ। মনে হয় যেন সবার শুধু পরিবার বৃদ্বি হচ্ছে আত্মীয় না। কারণ অনেক পরিবারের ভিডে আত্মীয়স্বজন গুলো শুধু সংখ্যার হিসেব করতে গেলে অনেক বলে মনে হচ্ছে কিন্তু মন ও হৃদয়ের দিক থেকে একেবারে মায়া ও ভালোবাসা নাই বললেই হয়। মনের দুঃখ বলার মত কোন আপনজনই কারো হয় না, আপনজন হয় শুধু তাদের প্রয়োজনে, স্বার্থ ছাড়া কেউ একটা চকলেটও খাওয়াইতে চায় না, বিপদে পাশে দাঁড়ানোর মত কোন আত্মীয় থাকে না, এমনকি আপনি নিজেও যদি তাদেরকে নিঃস্বার্থভাবে করে থাকেন তবুও অনেক সময় আপনার বিপদে তাদেরকে পাবেন না। আপনার চারপাশে এত মানুষ, এত এতো পরিচিত মুখ, এত স্বজন ও আপজন.  তাও আপনার বিপদে যদি কিছু প্রয়োজন হয় তাহলে সেটা পাবেন ও পরিচিতদের থেকে অর্থাৎ যারা আপনার সম্পর্কিত কোন আত্মীয়-স্বজন না।  অথচ আত্মীয়-স্বজনের সম্পর্কটা হওয়ার কথা ছিল এমন যে, আপনার বিপদে তাদেরকে পাশে পাওয়া, আপনার কষ্টে তারা কষ্ট, আপনার জীবনটা সহজ করার জন্য তাদের সহায়তা পাওয়া। অথচ এমন পরিবারগুলো এখন দেখাই যায় না খুব অল্প সল্প ছাড়া.., মানুষ মানুষের সাথে...

আপনি যাকে হেল্প করবেন কখনো এমন আশা করবেন না যে সেও আপনার বিপদের দিনে আপনাকে হেল্প করবে,

 


আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে  যারা অনেক সময় আমাদের খুব কাছের হয় আবার অনেক সময় অনেক দূরের হয় আবার অনেক সময় একেবারে অপরিচিত হয়ে থাকে, অল্প সময়ের পরিচিত মানুষ কিন্তু দেখা যায় তারা আমাদের অনেক বিপদ বা খুব বেশি ইম্পরট্যান্ট কাজগুলোতে তাদের অবদান থাকে খুব বেশি চাইলে কিন্তু তারা আমাদেরকে তখন প্রায়রিটি না দিয়ে পারতো কারণ তারা তো আমাদের তেমন আত্মীয় না বা তেমন পরিচিত ও না, কিন্তু না তারা আমাদের সেই বিপদের সময়গুলোতে নিজের মানুষের মতো হয়ে খুব সাহায্য করে এবং আমাদের কাছে থাকে।

এমন মানুষদের জন্য আমার খুব মায়া হয় এবং মন তাঁদের প্রতি আমার ভালোবাসা ও শদ্ধা কাজ করে কারণ আমি মনে করি দুনিয়াতে যদি কোনো মায়া শীল ও দরদবান প-র উপকারী ব্যক্তি থেকে থাকে সেটা একমাত্র তারাই..! আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুণ তাদেরকে দুনিয়াতে আরো বেশি দিন বাঁচিয়ে রাখুক এবং মানুষকে উপকার করার তাওফিক দান করুক।

তাঁদের থেকে মানুষকে ও শিক্ষা নেওয়ার তাওফিক দান করুক। 

 সুযোগ পেলে মানুষের উপকার করা নিজের যতটুকু আছে অতটুকু দিয়েই অন্যকে হেল্প করার চেষ্টা করা।

 হতে পারে আপনি যাকে হেল্প করবেন তার বিপদের দিনে।

আপনার বিপদের দিনে যদিও আপনি তার কাছ থেকে হেল্প না- ও পেতে পারেন কিন্তু দেখা যাবে কি আল্লাহ তাআলা অন্য কাউকে আপনার উপকার করার জন্য মিলিয়ে দিবেন। 

আল্লাহ তায়ালা চাইলে এমন ব্যক্তিকে মিলিয়ে দিবেন যার কাছ থেকে আপনি কখনোই আশা করেন নাই বা মনে করেন নাই আপনি তার কাছে হেল্প পেতে পারেন কিন্তু আল্লাহ তা'আলা চাইলে সবকিছুই সম্ভব।

 আপনি যাকে হেল্প করবেন কখনো এমন আশা করবেন না যে সেও আপনার বিপদের দিনে আপনাকে হেল্প করবে, বরণ আপনি কারোকে হেল্প করার সময় নিঃস্বার্থভাবে হেল্প করুন, উদাহরণস্বরূপ যারা আমাদের বিপদে আমাদেরকে নিঃস্বার্থভাবে আমাদের বিপদে সাহায্য করে যায়, বা আমাদের আপন না তাও আমাদের পাশে থাকে, যেমন  অনেক পশু পাখি থাকার পরে ও আমরা অনেকই একটা বা দু টা পশু পাখির প্রতি ভিন্ন মায়া হয় বা থাকে কিন্তু এই পশু পাখি থেকে আমরা কোনো উপকারের আশা করি না বা পায়না, তাই এখান থেকে আমাদের শিক্ষা কারো উপকার করলে নিঃস্বার্থ ভাবে করা।

আর আমাদের খারাপ সময় গুলোতে আমাদের কাঁধে হাত রেখে ব

যারা বলে দুশ্চিন্তা করো না আল্লাহ তো আছেন..!

 এমন সান্ত্বনা দানকারী মানুষদেরকে কখনো টাকা পয়সা দিয়ে বিচার করা সম্ভব না..| 

আল্লাহ তাআলা আমাকে এমন মানুষদের অন্তর্ভুক্ত করুক যারা বিপদের দিনে মানুষের পাশে থাকতে পারে, অতটুকু অর্থ সম্পদ দান করুক যে অর্থ সম্পদ দ্বারা মানুষের উপকৃত হয়।

Comments