Skip to main content

Featured

ডিসেম্বর যেন একটা থেমে যাওয়া মুহূর্ত

 ক্যলেন্ডারে ডিসেম্বর এলেই একটা অদ্ভুত শূন্যতা ভর করে। মনে হয়, গোটা একটা বছর চোখের পলকে কেটে গেল। কত কিছু চেয়েছিলাম, কিছুই যেন ঠিকমতো ধরতে পারিনি। এইতো মনে হল যে নতুন একটা একটা বছরে মাত্র ছিলাম এখনই কিভাবে একটা বছর পার হয়ে গেল। মনে হয় যেন একটা ঘরের এক দিক থেকে আরেক আরেকদিকে যেতে না যেতেই বছরটা শেষ হয়ে গেল।  আবারো শুরু হল এক ধরনের  ভয় বা আতংক, ভয় বা আতঙ্ক বলার কারণ হলো :-- যখন একটা নতুন বছর শুরু হয় যারা আমাদের মত মধ্যবিত্ত পরিবারের দায়িত্বে অবনত থাকে, তাদের অনেক ধরনের পেরেশানি বা হয়রানিও থাকে, যেমন অনেকের ছোট বাচ্চাদেরকে স্কুল বা  মাদ্রাসায় ভর্তি করানো নিয়ে চিন্তায় থাকে,কেউবা পুরা বছরে অনেকগুলো মাস এর বেতন বাকি থাকে  হতে পারে সেটা কোন প্রতিষ্ঠানের বা নিজের কোন জবের কর্মচারীর, অথবা হতে পারে কারো ঘর ভাড়া। নতুন বছর হিসেবে অনেক কিছুই নতুন করে কিনতে হয়, অনেক দিকেই অনেক কিছু বাড়িয়ে দিতে হয়, অর্থাৎ সবকিছু মিলিয়ে খরচটাও প্রত্যেকেরই আগের তুলনায় বৃদ্ধি পায়।  আজ শুধু বেশিরভাগ কথাতে খরচ এর কথা আসার কারণ হলো :- পারিবারিকভাবে প্রত্যেকটা মানুষই এক একটা স...

কালিমা” আমানত রাখতে পারার মতো ছোট একটা গল্প.!


 মৃ*ত্যুর সময় কালিমা নসীব হওয়ার সহজ উপায়:

আল্লহু আকবার! আশ্চর্য একটা আমল শিখলাম!


হাকীমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রহিমাহুল্লহকে জনৈক মুরীদ বলেন, “শায়খ খুব ভয় হয় মৃত্যুর সময় কালিমা নসিব হয় কি-না!”


তখন শায়খ আশরাফ আলী থানভী রহিমাহুল্লহ তাকে বলেন, “তোমাকে একটা খুব সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। এটা করলে ইনশাআল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব হবে।


পদ্ধতিটা হল, কোনো এক সময় দুই রাকাত সালাতুল হাযাত শেষে উত্তম রূপে কালিমা শাহাদাত পড়ে, মুনাজাতে আল্লাহ্ পাককে বলবে— হে আমার আল্লাহ! এ কালিমা আমি আপনার নিকট আমানত রাখলাম! মৃত্যুর সময় আপনি এ আমানত আমাকে ফিরিয়ে দিবেন।”


তারপর বলেন, ”জেনে রেখ! আল্লাহ পাক থেকে উত্তম আমানত রক্ষাকারী আর কেউ নাই, তিনি তোমাকে তোমার রাখা আমানত ঠিক সময়মতো ফিরিয়ে দিবেন।”


আমরাও সহজ আমলটি করে রবের নিকট “কালিমা” আমানত রাখতে পারি।


আল্লাহ্ তাওফিক দান করুন।(আমিন)


- মাওলানা ওসমান সাদেক (হাফি.)


Comments