Skip to main content

Featured

ভিড় নয়, মানুষ এর মূল্য মানুষ এর সম্পর্কে তাই অল্প হোক কিন্তু প্রকৃত মানুষ হোক তারা।

এখন সমাজের বেশিরভাগ পরিবারগুলোকে আমার পরিবার বলে মনে হয় না,সুস্থ পরিবার ৮০%আছে কিনা সেটাই সন্দেহ। মনে হয় যেন সবার শুধু পরিবার বৃদ্বি হচ্ছে আত্মীয় না। কারণ অনেক পরিবারের ভিডে আত্মীয়স্বজন গুলো শুধু সংখ্যার হিসেব করতে গেলে অনেক বলে মনে হচ্ছে কিন্তু মন ও হৃদয়ের দিক থেকে একেবারে মায়া ও ভালোবাসা নাই বললেই হয়। মনের দুঃখ বলার মত কোন আপনজনই কারো হয় না, আপনজন হয় শুধু তাদের প্রয়োজনে, স্বার্থ ছাড়া কেউ একটা চকলেটও খাওয়াইতে চায় না, বিপদে পাশে দাঁড়ানোর মত কোন আত্মীয় থাকে না, এমনকি আপনি নিজেও যদি তাদেরকে নিঃস্বার্থভাবে করে থাকেন তবুও অনেক সময় আপনার বিপদে তাদেরকে পাবেন না। আপনার চারপাশে এত মানুষ, এত এতো পরিচিত মুখ, এত স্বজন ও আপজন.  তাও আপনার বিপদে যদি কিছু প্রয়োজন হয় তাহলে সেটা পাবেন ও পরিচিতদের থেকে অর্থাৎ যারা আপনার সম্পর্কিত কোন আত্মীয়-স্বজন না।  অথচ আত্মীয়-স্বজনের সম্পর্কটা হওয়ার কথা ছিল এমন যে, আপনার বিপদে তাদেরকে পাশে পাওয়া, আপনার কষ্টে তারা কষ্ট, আপনার জীবনটা সহজ করার জন্য তাদের সহায়তা পাওয়া। অথচ এমন পরিবারগুলো এখন দেখাই যায় না খুব অল্প সল্প ছাড়া.., মানুষ মানুষের সাথে...

Disclaimer & Terms and Conditions

 স্বাগতম Khalamma.com ওয়েবসাইটে। নিচের শর্তাবলী পড়ে আমাদের সাইট ব্যবহারের নিয়ম ও সীমাবদ্ধতা সম্পর্কে জেনে নিন।

🔹 ১. কনটেন্ট ব্যবহার সংক্রান্ত

আমাদের ব্লগে প্রকাশিত সমস্ত লেখা, ছবি, তথ্য ও অন্যান্য উপকরণ কেবলমাত্র সাধারণ তথ্য ও শিক্ষা উদ্দেশ্যে উপস্থাপন করা হয়।

আমরা চেষ্টা করি সঠিক ও হালনাগাদ তথ্য দিতে, কিন্তু কোনো ভুল বা তথ্যগত অসঙ্গতির জন্য আমরা দায়ী নই।

🔹 ২. বিজ্ঞাপন ও অনুমোদন

আমাদের ওয়েবসাইটে Google AdSense সহ তৃতীয় পক্ষের বিজ্ঞাপন প্রদর্শিত হতে পারে।

এসব বিজ্ঞাপন থেকে প্রাপ্ত লিংকে ক্লিক করে আপনি তৃতীয় পক্ষের সাইটে প্রবেশ করলে, সেখানে আপনার তথ্য ব্যবহারে আমাদের কোনো নিয়ন্ত্রণ বা দায় থাকবে না।

🔹 ৩. Copyright ও কনটেন্ট মালিকানা

সাইটে প্রকাশিত সকল কনটেন্টের মালিকানা আমাদের।

আমাদের পূর্বানুমতি ছাড়া কোনো লেখা, ছবি বা ভিডিও কপি-পেস্ট বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণ নিষেধ।

🔹 ৪. লিঙ্ক এবং বাহ্যিক ওয়েবসাইট

আমাদের সাইটে থাকা কিছু লিঙ্ক আপনাকে অন্যান্য সাইটে পাঠাতে পারে। আমরা এসব বাহ্যিক সাইটের কনটেন্ট বা নিরাপত্তার জন্য দায়ী নই।

🔹 ৫. শর্তাবলীর পরিবর্তন

আমরা যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা আপডেট করতে পারি। কোনো পরিবর্তন হলে তা এই পৃষ্ঠায় প্রকাশ করা হবে।

🔹 ৬. যোগাযোগ

আমাদের শর্তাবলী বা কনটেন্ট নিয়ে কোনো প্রশ্ন বা অভিযোগ থাকলে, দয়া করে আমাদের Contact Us পৃষ্ঠায় গিয়ে বার্তা পাঠান।

ধন্যবাদ আমাদের ওয়েবসাইট Khalamma.com ব্যবহার করার জন্য।

Comments