স্বামীর মৃত্যু পরে কিংবা তালাক এর পরে নারীরা ইদ্দত পালন এর বেপারে পরিপূর্ণ শদ্ধ আছেন তো..!
ইসলামের মধ্যে কোন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে তখন তার উপরে কিছু বিধান হয় ফরজ. আবার কিছু বিধান হয় ওয়াজিব ও সুন্নাত আবার কিছু থাকে শুধু নফল। তদ্রূপ কোন মহিলার স্বামী ইন্তেকাল করলেন তার উপরে ইজ্জত পালন করা ওয়াজিব হয়ে যায়। এই ইজ্জত পালন করাটাকে অনেকে মানতেও চাই না আর অনেকে ভালো করে জানেও না। আবার অনেকে জানে সে জেনেও এই বিষয়টাকে এড়িয়ে চলে অজুহাত এ। অথচ , স্বামীর মৃত্যুর পর বা তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য ইদ্দত পালন করা ওয়াজিব, যা একটি ফরজ বা বাধ্যতামূলক কাজ এই সময়কালে মহিলাদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, বিধবার ইদ্দত হলো স্বামীর মৃত্যুর পর চার মাস দশ দিন। এই সময়ে তাকে সাধারণত স্বামীর বাড়িতেই থাকতে হয় এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া উচিত নয়। এই সময়ে বিধবাদেরকে সাজসজ্জা, অলঙ্কার বা বিশেষ সুগন্ধি ব্যবহার করা থেকে নিজে বিরত থাকতে হবে । আর যদি কোনো বিধবা গর্ভবতী হন, তবে তার ইদ্দত বাচ্চা জন্ম গ্রহণ পর্যন্ত। আর যদি কোন মহিলা তালাকপ্রাপ্ত হয় তাহলেও তার ইজ্জত পালনের করতে হবে। মহিলাদের জন্য ইদ্দত পালনের নিয়ম :--- মূলত তিনটি বিষয়ের উপর...